
Epizynews:: গতকাল নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে তিনি করোনা আক্রান্ত হয়েছেন। এরপর তড়িঘড়ি লকেট চট্টোপাধ্যায়কে ভর্তি করা হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে। রাতভর আইসিইউতে রেখে তার চিকিৎসাও করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে লকেটের অবস্থা স্থিতিশীল। তবে আপাতত বেসরকারি হাসপাতালেই ভর্তি থাকতে হবে তাঁকে। আজই আইসিইউ থেকে সরিয়ে কেবিনে নিয়ে যাওয়ার কথা বিজেপি নেত্রীর।
গতকাল দুপুরে টুইটে লকেট জানিয়েছিলেন, “আমার রিপোর্ট পজিটিভ এসেছে। হালকা জ্বর আছে। তবে সব ঠিক রয়েছে। সময় মতো সব জানাব।”
লকডাউনের মাঝে অযথা জমায়েতে নিষেধ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেকথায় কর্ণপাত করছেন না অনেকেই। লকেটও একাধিত ইস্যুতে দফায় দফায় রাস্তায় নেমেছিলেন। বিভিন্ন আন্দোলন-বিক্ষোভে থাকছিলেন তিনি। এই সব কারণেই তিনি করোনা আক্রান্ত বলে আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই।