
Epizy নিউস: চাওয়া হচ্ছে বিভিন্ন স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মীদের শূন্যপদের হিসাব। শূন্যপদের হিসাব চাওয়ার পরেই শুরু হয় জোর জল্পনা। তবে কি এবার বের হতে চলেছে এসএসসির শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি? তবে নিরাশ হতে হচ্ছে চাকরি প্রার্থীদের!এখনই নিয়োগ বিজ্ঞপ্তি বের হচ্ছে না বলে জানিয়ে দিল স্কুল শিক্ষা দপ্তর। শূন্যপদের হিসাব চাওয়ার পরেই বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করতে থাকে এসএসসির বিজ্ঞপ্তি বের হবার সম্ভাবনা আছে। যদিও স্কুল শিক্ষা দপ্তর থেকে শুক্রবার জানিয়ে দিয়েছে এই মুহূর্তে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বের হবার সম্ভাবনা নেই।